News Breaking
Live
wb_sunny

Breaking News

দেশ জুড়ে আমরা তরুণ সেচ্ছাসেবী চট্টগ্রাম জেলার নতুন কমিটির সভাপতি নাজমুল ইসলাম সায়েম সাধারণ সম্পাদক সোহেল উদ্দিন নাহিদ।

দেশ জুড়ে আমরা তরুণ সেচ্ছাসেবী চট্টগ্রাম জেলার নতুন কমিটির সভাপতি নাজমুল ইসলাম সায়েম সাধারণ সম্পাদক সোহেল উদ্দিন নাহিদ।

প্রতিবেদক, DJATS Media Call

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩

 নাজমুল ইসলাম সায়েম - সোহেল উদ্দিন নাহিদ| ছবি সংগৃহীত

দেশ জুড়ে আমরা তরুণ সেচ্ছাসেবী চট্টগ্রাম জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নাজমুল ইসলাম সায়েমকে সভাপতি এবং সোহেল উদ্দিন নাহিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।  

বুধবার  (১৮ জানুয়ারি) দেশ জুড়ে আমরা তরুণ সেচ্ছাসেবী কেন্দ্রীয় কমিটির সভাপতি আশিকুর রহমান আশিক এবং সাধারণ সম্পাদক তানভীর রাজীন অভির সাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ দেশ জুড়ে আমরা তরুণ সেচ্ছাসেবীর সাংগঠনিক অভিভাবক দেশ জুড়ে আমরা তরুণ সেচ্ছাসেবীর উপদেষ্টা মোহাম্মদ আলী জয়ের সাথে মতবিনিময় হয়। মতবিনিময় সভায় দেশ জুড়ে আমরা তরুণ সেচ্ছাসেবী কেন্দ্রীয় কমিটির সকল সেচ্ছাসেবীর সর্বসম্মতিক্রমে দেশ জুড়ে আমরা তরুণ সেচ্ছাসেবী গঠন-পুনর্গঠন বিষয়ে যাবতীয় ক্ষমতা সংগঠনের অভিভাবকের ওপর অর্পণ করেন।পরে সংগঠনের উপদেষ্টা দেশ জুড়ে আমরা তরুণ সেচ্ছাসেবীর বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি মনোনীত করেন।

নতুন কমিটির অন্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি তাছিন মাহমুদ, সহ সভাপতি আজহার উদ্দিন মাহিন, সহসভাপতি নাইমুল হাসান রানা,০১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুলইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ হাছান কাউছার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাজ উল হক মিরাজ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর হোসেন (সোহেল),সহ সাংগঠনিক সম্পাদক তোফিকুল ইসলাম তুহিন,প্রচার সম্পাদক আবদুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মুনতাহিন,ক্রীড়া বিষয়ক সম্পাদক এমরান হোসেন,সাহিত্য ও প্রকাশনী বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ,অর্থ বিষয়ক সম্পাদক আবদুর রহমান আবির,আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফিরোজ খাঁন,সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলী হাসান মোহাম্মদ মুজাহিদ,এছাড়াও সন্মানিত সদস্য মোঃ মিলন মিয়াজি, সদস্য সাইফ উদ্দিন, সদস্য আজিম উদ্দিন রুবেল,সদস্য মেহেদী হাসান মোহন। 

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.