News Breaking
Live
wb_sunny

Breaking News

আরও ৪৩ দেশে ‘রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়া’ লেবেল দেখাবে টিকটক

আরও ৪৩ দেশে ‘রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়া’ লেবেল দেখাবে টিকটক

প্রযুক্তি ডেস্ক,

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩

টিকটক|রয়টার্স

টিকটকে থাকা বেশির ভাগ ভিডিও মজা করার উদ্দেশ্যে তৈরি হলেও কিছু ভিডিও বিভিন্ন ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়। এসব ভিডিওতে ভুল বা অতিরঞ্জিত তথ্য থাকায় অনেকেই বিভ্রান্ত হন। বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রনিয়ন্ত্রিত বিভিন্ন সংস্থাও এসব ভিডিও তৈরি করে। তবে সেগুলো বিভিন্ন কনটেন্ট নির্মাতা বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে আপলোড হওয়ায় ব্যবহারকারীদের অনেকেই ভিডিও তৈরির উদ্দেশ্য সম্পর্কে জানতে পারেন না। এ সমস্যা সমাধানে আরও ৪৩টি দেশে ‘রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়া’ লেবেল দেখানোর সিদ্ধান্ত নিয়েছে টিকটক।

নতুন এ উদ্যোগের আওতায় সরকার নিয়ন্ত্রিত বা সমর্থিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভিডিওগুলোতে ‘রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়া’ লেবেল দেখা যাবে। ফলে টিকটক ব্যবহারকারীরা ভিডিওতে থাকা তথ্যের গ্রহণযোগ্যতা নিজেরাই যাচাই করতে পারবেন।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রাথমিকভাবে রাশিয়া, ইউক্রেন ও বেলারুশে এ সুবিধা চালু করে টিকটক। নতুন এ উদ্যোগের আওতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ মোট ৪৬টি দেশে লেবেলটি যুক্ত করা হবে। তালিকায় বাংলাদেশের নাম না থাকায় আপাতত এ সুবিধা দেশে পাওয়া যাবে না।

সূত্র: ম্যাশেবল

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.