সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকব ॥ তানভীর রাজীন অভি
তানভীর রাজীন অভি |ছাবি সংগৃহীতসরকার পতনে ছাত্রদল মাঠে নেমেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদললের ছাত্রনেতা তানভীর রাজীন অভি। তিনি বলেন, বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব। মঙ্গলবার বিকেলে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সরকারকে উদ্দেশ করে তানভীর রাজীন অভি বলেন, আর সময় নেই, জনগণ জেগেছে,ছাত্রদল জেগেছে শীঘ্রই মাঠ উত্তপ্ত করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করব। আর যত রাজনৈতিক নেতৃবৃন্দ জেলখানায় রয়েছে তাদেরকেও মুক্তি দিতে হবে। আজকে আমরা শপথ নিচ্ছি যে পর্যন্ত দেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচন না হবে, যে পর্যন্ত না এই সরকারের পতন হবে, যে পর্যন্ত না দেশ দুর্নীতিমুক্ত না হবে সে পর্যন্ত আন্দোলনে ছাত্রদলও মাঠে থাকবে। তানভীর রাজীন অভি বলেন, সারাদেশে এখন দুর্নীতির আখড়া তৈরি হয়েছে। কারা ক্যাসিনো করেছে, কাদের আশ্রয়ে ক্যাসিনো হয়েছে তা সবাই জানে। তবে কয়েকজনকে গ্রেফতার করে তারা যদি মনে করে বড় বড় দুর্নীতিবাজদের বাদ দেবে সেটা হবে না। আমরা ক্ষমতায় আসলে একটা একটা করে দুর্নীতিবাজদের বিচার হবে ইনশাআল্লাহ।