News Breaking
Live
wb_sunny

Breaking News

সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে || তানভীর রাজীন অভি

সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে || তানভীর রাজীন অভি

প্রতিনিধি,সংবাদ একাত্তর

প্রকাশ,১৩/০১/২০২৩ 

দেশ জুড়ে আমরা তরুণ সেচ্ছাসেবী-তানভীর রাজীন অভি |ফাইল ছবি

সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন দেশ জুড়ে আমরা তরুণ সেচ্ছাসেবীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তানভীর রাজীন অভি। শুক্রবার সকালে দেশ জুড়ে আমরা তরুণ সেচ্ছাসেবীর কেন্দ্রীয় কার্যালয়ে মিটিংয়ে তিনি আরো বলেন দেশ জুড়ে আমরা তরুণ সেচ্ছাসেবী নতুন একটি সেচ্ছাসেবী সংগঠন সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে প্রচুর কাজ করতে হবে আমাদের লক্ষ্য এই সংগঠনকে আমরা দেশের সেরা সেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্য একটি সংগঠন হিসাবে গড়ে তুলবো। বর্তমানে আমাদের সেচ্ছাসেবীরা প্রচুর কাজ করছে মানুষকে রক্ত দেওয়া থেকে শুরু করে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো।আমরা চাই গরীব অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে।সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল মন্ত্র  মানুষের পাশে দাঁড়ানো মানুষের বিপদে এগিয়ে যাওয়া। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করতে হবে। আমরা সবসময় প্রস্তুুত মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য, এই সময় মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন দেশ জুড়ে আমরা তরুণ সেচ্ছাসেবীর কেন্দ্রীয় সভাপতি আশিকুর রহমান আশিক। সিনিঃসহ সভাপতি জুনায়েদ আনসারী সহ সভাপতি কামরুল হাসান নাহিদ, সহ সভাপতি ইমতিয়াজ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং কেন্দ্রীয় কমিটির সকল সেচ্ছাসেবী। 

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.